‘চার বছরের কোর্স তিন বছরে চান না ছাত্র শিক্ষকরা’
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২১, ৭:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিকমানের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে তিন বছরে রূপন্তরের উদ্যোগের বিরোধিতা করছেন ছাত্র ও শিক্ষকরা। তাদের দাবী এই সিদ্ধান্ত আত্মধাতি ও অযৌক্তিক। বিএনবিসি-২০২০ এর সংজ্ঞা ও উপধারা সংশোধনসহ চার দফা দাবী জানান তারা।
বুধবার (১৫ সেপ্টম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিংারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
মৌলভীবাজার আইডিইবির সাধারণ সম্পাদক আব্দুল মুনিম বলেন, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী অনুমোদিত চার বছরের কোর্স তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অযৌক্তিক ও আত্মঘাতি। অবিলম্বে এই উদ্যোগ বন্ধ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মৌলভীবাজার পলিটেকনিকের ইন্সট্রাক্টর স্নেহময় বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর সদয় প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। বিভিন্ন কোম্পানীতে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যাণে অর্গনোগ্রাম প্রণয়ন করে সকল কোম্পানীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানে সংশ্লীষ্ট মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারী করা প্রয়োজন। এছাড়া প্রাইভেট সেক্টরের ডিপ্লোমাদের নূন্যতম বেতন নির্ধারিত নেই এবং শুধু চাকুরীর উপর নির্ভরশীলতা কমিয়ে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারী সহযোগীতা প্রয়োজন।
মৌলভীবাজার আইডিইবির সভাপতি কামরুজ্জামান বলেন, সরকারের আন্ত: মন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বিএনবিসি-২০২০ সজ্ঞা ও ধারা-উপধারা সমূহ জনস্বার্থবিরোধী। আন্ত:মন্ত্রণায় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে।
শিক্ষক ইমতিয়াজ আহমদ চৌধুরী বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠান সমূহের শিক্ষক স্বপ্লতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপসংকট রয়েছে। শিক্ষকদের পদোন্নতি ও স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন পদোন্নতিসহ বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ নেই। এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিংারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের আহ্বায়ক রণধীর রায় বলেন, আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছি। জেলায় জেলায় দাবী আদায়ের জন্য কমিটি গঠন হয়েছে। দাবী সমূহ বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের ঘোষণা করা হবে।