মৌলভীবাজারে জাতীয় ছাত্রসমাজের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ২:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
জাতীয় ছাত্রসমাজের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনের জেলা সেক্রেটারি ছাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইন।
জেলা সহ সেক্রেটারি ইমান উদ্দিন ফৌজির পরিচালনায় জেলা নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন রাখেন পৌর আহবায়ক আসাদুর রহমান ফাহিম, জেলা সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রহমান রায়হান, কমলগঞ্জ উপজেলা আহবায়ক শিমুল আহমদ, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক ইয়ামিন আহমেদ, ইমরান আহমদ, আলমগীর, কলেজ সেক্রেটারি সৈয়দ কাওছার প্রমুখ।