শ্রীমঙ্গল সড়কে প্রাণ হারালেন নারী
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারে শ্রীমঙ্গল সড়কে সিএনজির ধাক্কায় মিলিক বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সাহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মিলিক বেগম রাস্তা পারাপাড়ের সময় একটি দ্রুতগ্রামী সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মিলিক বেগম ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিলাগাঁও গ্রামের বাসিন্দা।