শমশেরনগরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২১, ৩:১০ অপরাহ্ণ
কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশনে আলোচনা সভা ও প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরনগর অফিসে আলোচনা সভা শেষে যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ইউপি সদস্য রায়হান ফারুক, মো. আব্দুল খালিক প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় জাকাত বোর্ডের মাধ্যমে শমশেরনগর ইসলামিক মিশনের অধীনস্থ সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।