মৌলভীবাজার আটঘর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০২১, ২:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে রোববার ‘মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ’ প্রকল্প ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের গ্রুপ গঠন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীন মিয়ার তত্ত্বাবধানে এবং বিজ্ঞান শিক্ষক মোছাৎ রোমেনা বেগম, স্বপন শীল, কৃষি শিক্ষা শিক্ষক মো. আমিন উদ্দিন ও কামাল হোসেন চৌধুরীর যৌথ ব্যবস্থাপনায় গাছ রোপণ করা হয়। বিদ্যালয় মাঠ ও পাশের বাড়িতে আম, নিম, আমলকি, পেয়ারা ও করমচাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে শিক্ষার্থীরা।
প্রকল্প ভিত্তিক এই রোপণ কাজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরিচর্যা ও শিখন দক্ষতা অর্জনের জন্য পুরো প্রজেক্টের প্রয়োজনীয় সময় ধরা হয়েছে আগামী ৩ মাস। ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীর বাড়িতে কমপক্ষে ১টি করে চারাগাছ লাগানোর নির্দেশ দেয়া হয়।
শিক্ষার্থীদের গাছ লাগানো, পরিচর্যা এবং এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন পরিদর্শনে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সালাউদ্দিন।