শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৫২ লক্ষ টাকার চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্গত জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তার এসব চেক বিতরণ করা হয়।
আজ ৫সেপ্টেম্বর রবিবার দুপুরে সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে চেক তুলে দেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা বাগান, ইছামতি, মাঝরড়ি ছড়া, সাতগাঁও, গাঙ্গিছড়া, ও হুগলিছড়া চা বাগানের ১ হাজার ৪২ জন চা শ্রমিকের হাতে ৫ হাজার টাকা করে মোট ৫২ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেন আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সীতারাম অলমিক প্রমুখ।।