মৌলভীবাজারে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষে গ্রেফতার-৪, থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০২১, ৭:১৮ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে ৩ বিএনপি কর্মী গুরুত্বর আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৪ জনকে। এঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই মোখলেছুর রহমান লস্কর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন, জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন, সহ-সভাপতি মো: নাদিম মিয়া, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারিছ উল্ল্যা মুন্সি ও কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান মনির। এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষে আহত হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক ও যুবদল নেতা মো: মোজাম্মিল মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় বিএনপি নেতাকর্মীরা মৌলভীবাজার চৌমুহনী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌরসভার সামনে পৌঁছামাত্রই আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্র করতে ১২ রাউন্ড ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে। মামলায় আসামীরা হলেন, জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন, সহ-সভাপতি মো: নাদিম মিয়া, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারিছ উল্ল্যা মুন্সি, কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান মনির, রাজনগর উপজেলা যুবদল নেতা মো: মোজাম্মিল মিয়া, জাবের আহমদ, রাশেদ খান, আবু বক্কর ইকবাল, বাহার আহমদ, রাব্বি মিয়া, লিটন ভুঁইয়া, সাব্বির মিয়া, আব্দুল্লা আল মামুন, পারভেজ আহমদ ও সুজন আহমদ।
এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান বলেন, আমাদের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ছিল। কিন্তু আওয়ামীলীগের নেতাকর্মীরা সম্পন্ন অন্যায়ভাবে আমাদের মিছিলে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দূষিদের আইনের আওতায় আনতে হবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার মো: হারুনুর রশিদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।