এখনো খুঁজ মিলেনি বিয়ানীজারের যুবক বিলালের,থামছে না মায়ের আহাজারী
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ৭:০৩ অপরাহ্ণ
সুফিয়ান আহমদ (বিশেষ প্রতিনিধি) :আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশে নিখোঁজ বা গুমের শিকার পরিবারগুলো অপেক্ষায় রয়েছে স্বজনদের। তেমনি এক হতভাগা যুবকের নাম বিলাল উদ্দিন। ২০১৭ সাল থেকে তার অপেক্ষায় রয়েছেন মা নুরজাহান বেগম সহ পরিবারের সদস্যরা। ২০১৭ সালের ৮ জানুয়ারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বিয়ানীবাজার থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনার পর তার ছোট ভাই,যুবদল কর্মী জালাল উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছিলেন। তার সন্ধান দাবীতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কিন্তু,পুলিশ বা র্যাব কেউই বিলালকে গুম করার অভিযোগ এখনো স্বীকার করেনি। এভাবে কেটে গেছে প্রায় ৫ বছর। সন্তানের খোঁজ না পেয়ে শোকে পাথর হয়ে গেছেন বিলালের মা। তিনি এখনো ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন। তার আশা,বিলালকে গুম করে রাখা হয়েছে। কোনো একদিন বিলাল গুম নামক কারাগার থেকে বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গুমের শিকার বিলাল উদ্দিনের গ্রামের বাড়ী বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা গ্রামে। তার বাবা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মৃত মইন উদ্দিন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের দিন সেনাবাহিনীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছিলেন। বিলাল বিএনপি সমর্থন করতেন এবং স্থানীয় বাসস্ট্যান্ডের ম্যানেজার ছিলেন। ঘটনার দিন তিনি বাড়ী থেকে অফিসে বেরিয়েছিলেন। এরপর থেকে আজও তার খোঁজ পাওয়া যায়নি।