স্প্যানিশ লা লিগায় রাজনগরের জিদান মিয়া
রাজনগরের ফুটবল প্রেমীদের মাঝে উচ্ছ্বাস
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ৫:২৭ অপরাহ্ণ
আবদুর রহমান সোহেল, রাজনগর ::
প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্পেনিশ লা লিগার দল ‘রায়ো ভায়েকানো’তে নাম লেখালেন রাজনগরের ছেলে জিদান মিয়া। তিনিই একমাত্র বাংলাদেশি বা বাংলাদেশি বংশদ্ভোৎ ফুটবার যে স্পেনিশ লা লিগায় নাম লেখালেন। জিদান মিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পশ্চিম কদমহাটা গ্রামের ইংল্যান্ড প্রবাসী সুফিয়ান মিয়ার ছেলে। ২১ বছর বয়সী অ্যাটাকিং মিড-ফিল্ডার জিদান স্প্যনিশ লা লিগার দল ‘রায়ো ভায়েকানো’তে নাম লেখানোর বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক আইডিতে ঘোষণা দেন এবং চুক্তি স্বাক্ষরের খবরসহ ছবি প্রকাশ করেন।
জিদান মিয়া তার ফেসবুক আইডিতে উল্লেখ করেন, আমি ২০২১-২০২২ মৌসুমের জন্য রায়ো ভ্যালেকানো এফসির সাথে চুক্তি করেছি বলে ঘোষণা করতে পেরে আমি খুব গর্বিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আমার উপর বিশ্বাস করার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। আমার বর্তমান-সাবেক কোচ এবং পরামর্শদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমাকে দীর্ঘদিন সমর্থন ও ভালোবাসা দিয়েছেন।’
ডেভিড বেকহ্যাম সকার অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি জিদানের। দুই বছর প্রশিক্ষণ নিয়ে ক্রিসটাল প্যালেস এফসির জুনিয়ার পর্যায়ে খেলেছেন। আর্সেনাল এফসি ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়েও মাঠে নামেন। ডেনমার্ক, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন জুনিয়র ক্লাবে খেলারও অভিজ্ঞতা আছে তার।
জিদানের দল রায়ো ভায়োকানোর সাফল্যও বিশ্বজোড়া। ২০১৮-১৯ সালের পর প্রথম দফা সর্বোচ্চ লিগে জায়গা করে নিয়েছে রায়ো ভায়োকানো। জেনেভো সকার অ্যাকাডেমির পরিচালক ও ফুটবল এজেন্ট মরিস পানেইলোর হাত ধরে মাদ্রিদের দলটির সঙ্গে নিজের নাম জড়ালেন জিদান।
জিদানের এ সাফল্যে তার নিজ এলাকা মনসুরনগরের কদমহাটা ও রাজনগরের খেলোয়ারদের মাঝেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সবাই গর্বিত।
খোঁজ নিয়ে জানা যায়, সুফিয়ান মিয়া শিপা দম্পতির ঘরে ২০০১ সালে জন্ম নেন জিদান মিয়া। দীর্ঘদিন ধরে ইংল্যন্ডে বসবাসরত।
জিদান তাঁর ফেসবুক আইডিতে লিখেন, আমার শিখর বাংলাদেশ থেকে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পাশে ছিলেন। তাদের সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সমর্থন ছিল নজরকাড়া। সবাইকে ভালোবাসা।
রাজনগরের ফুটবল দলের সাবেক ক্যপ্টেন বর্তমান মনসুরনগর ফুটবাল একাডেমির কোচ নিবারন ঘোষ ভজন বলেন, জিদানের সাফল্যে আমার উচ্ছ্বসিত। আমাদের দেশের নাম আরো উজ্জ্বল হবে। আমি রাজনগরের সকল ফুটবল প্রেমিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত বলেন, জিদানের এ সাফল্যে আমরা গর্বিত। প্রথম বাংলাদেশি হিসেবে সে লা লিগায় সুযোগ পেল। আমি রাজনগরের ক্রীড়ামোদি এবং ক্রিড়া সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন নাই। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জিদানের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সকল ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। সে আরো এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।