নবীগঞ্জে আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী (র.) ঈসালে সাওয়াব মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
নবীগঞ্জ সংবাদদাতা :
নবীগঞ্জের রুস্তুমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা হলরুমে হযরত আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (র.) ও মাওলানা আব্দুল হান্নান (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ২৮ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে লতিফিয়া কারী সোসাইটি ১০নং ইউনিয়ন শাখা এই আয়োজন করে।
লতিফিয়া কারী সোসাইটি ১০নং ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আল-ইমনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কাজী মাওলানা হাসান আলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এই দেশ উলামায়ে কেরামের দেশ। এদেশে মাদরাসা, মসজিদ ও খানেকার মাধ্যমে অসংখ্য বিপথগামী মানুষ সঠিক পথের দিশা পাচ্ছে। হক্কানী পীর মাশায়েখের মাধ্যমে সাধারণ মানুষ আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এর সাথে ঈমানী সম্পর্ক নিবিড় করার সুযোগ হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ লায়েক।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহের সভাপতি মাওলানা আব্দুস সবুর, রুস্তুমপুর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি শেখ ফখরুল ইসলাম বিলাল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এস এম মুজাহিদ, প্রচার সম্পাদক সাব্বির আহমদ, লতিফিয়া কারী সোসাইটি দেবপাড়া ইউনিয়নের সহসভাপতি মাওলানা বশির আহমদ জিহাদি, শাহ সালিম আহমদ, দেবপাড়া ইউনিয়ন তালামীযের সাবেক সাধারণ সম্পাদক নেসার আহমদ, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন, কারী আজমল হোসাইন, কারী জিয়াউল হক প্রমুখ।