ক্ষমতাসীনরা জ্বালিয়ে দিলো সাদিয়া’র সেই ‘সাংস্কৃতিক স্কুল”
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২১, ২:২৪ অপরাহ্ণ
মোগলাবাজার সংবাদদাতাঃ
সিলেটের মোগলাবাজারে নৃত্যশিল্পী সাদিয়া মুনতাহা’র আলোচিত সেই ‘সাংস্কৃতিক স্কুল’ ভবন পুড়িয়ে দিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলার সাংস্কৃতিক কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন ঘুরে সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলে জানা যায়,গতকাল (২৪ আগষ্ট) সাদিয়া তার দলবল নিয়ে নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা যাচ্ছিলো। তার অনুপস্থিতির সুযোগে ক্ষমতাসীন দলের ক্যাডাররা স্কুলে আগুন ধরিয়ে দেয়। এসময় সাদিয়ার মা নাসিমা বেগম বাঁধা দিতে চাইলে হামলাকারীরা তাকে পিঠিয়ে আহত করে। এঘটনায় ক্ষোব্ধ সাদিয়া অভিযোগ করতে থানায় গেলে পুলিশ তার মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
স্কুল পুড়ানোর পর সাদিয়া মুনতাহা স্থানীয় সাংবাদিকদেরকে বলেন,’সংস্কৃতিকে ভালোবেসে নিজের স্বামীর জায়গায় স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আওয়ামীলীগের কার্যালয়ের পাশে হওয়ায় শুরু থেকেই স্কুলটি বন্ধ করতে মরিয়া ছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। আমি তাদের দাবী না মানায় তারা আমাকে দীর্ঘদিন থেকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব মিথ্যা মামলা দিয়ে আমার বাবা ও স্বামীকে কারারুদ্ধ করেছেন। অবশেষে আমার স্বপ্নের স্কুলটি তারা জ্বালিয়ে দিয়েছে। আমার মাকে পিঠিয়ে আহত করেছে,তিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে। এ অবস্থায় আমি অসহায় হয়ে পড়েছি। পুলিশ প্রশাসন সহ সবাই ক্ষমতাসীনদের পক্ষ নিয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,’স্কুলটি দীর্ঘদিন থেকে আমাদের দলীয় কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। শুনেছি বিরক্ত হয়ে দলের বিক্ষোব্দ কর্মীরা গতকাল স্কুলে আগুন দিয়েছে।’
সাদিয়ার অভিযোগ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে বারবার ফোন করা হলে মোগলাবাজার থানার ওসি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।