অগ্রণী ক্লাব পীরেরবাজারের তফসিল ঘোষণা, ১০ সেপ্টেম্বর নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের অগ্রণী ক্লাব পীরেরবাজার এর সামজিক সংগঠনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক আবুল কালাম। পূর্বে তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ আগস্ট এবং নির্বাচন ছিল ৩ সেপ্টম্বর। কিন্তু পরবর্তীতে এক সভার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট ও আগামী ১০ সেপ্টম্বর শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিটির আহবায়ক আবুল কালাম জানান, গত ২০ আগস্ট শুক্রবার রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য রাজা মিয়ার অফিসে অগ্রণী ক্লাব পীরেরবাজার আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মনোনয়ন ফরম বিতরণের তারিখ ২১ আগস্ট, মনোনয়নপত্র জমার তারিখ ২২ আগস্ট, যাচাই বাচাই ২৩ আগস্ট, প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ২৪ আগস্ট ও নির্বাচন ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। পরবর্তীতে এক জরুরি বৈঠকের মাধ্যমে নির্বাচনে তফসিল পূণনির্ধারণ করা হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট, যাচাই বাছাই ২৬ আগস্ট, প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ২৭ আগস্ট, নির্বাচন আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, আবুল কালাম, সদস্য সচিব আব্দুল মালিক চৌধুরী শামিম, ইউপি সদস্য রাজা মিয়া, ইউপি সদস্য গুলজার আহমদ, দুরুদ আলী।