বিয়ানীবাজারের মেয়ে বড়লেখায় ধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ
কথিত প্রেমিকের সঙ্গে বড়লেখায় বেড়াতে আসা কিশোরীকে (১৫) ধর্ষণ করেছে অপর দুই যুবক। বড়লেখা থানা পুলিশের সহযোগীতায় ধর্ষককে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। আজ ১৭ আগস্ট মঙ্গলবার ধর্ষণ মামলার আসামী রাজু বৈদ্যকে আদালতের মাধ্যমে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, ওই মেয়েকে বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে আসে জামিল। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় অপহরণ ও ধর্ষণ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে কথিতপ্রেমিক জামিল আহমদ ওই উপজেলার এক কিশোরীকে (১৫) বড়লেখায় বেড়াতে নিয়ে আসে। সেখানে শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানে ঘুরাঘুরির সময় ওই এলাকার সিএনজিঅটোরিকশা চালক সেলিম আহমদ তাদেরকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরীকে ফেলে কথিতপ্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সেলিম কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে রাজু বৈদ্যের কাছে যায়। সেখানে চা বাগান এলাকার নির্জনস্থানে তাকে পালাক্রমে ধর্ষণ করে দুজন। কিশোরী বিষয়টি ফোনে পরিচিত একজনকে জানালে তিনি তাকে উদ্ধার করে শাহবাজপুর পুলিশ তন্দ্র কেন্দ্রে নিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর ভাই দুই ধর্ষকসহ অপহরণকারী যুবকের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। বড়লেখা থানা পুলিশের সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ আসামী রাজু বৈদ্যকে উত্তর শাহবাজপুর থেকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামীকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর জানান, জামিল কিশোরীকে অপহরণ করায় মামলাটি বিয়ানীবাজার থানায় হয়েছে। বড়লেখা থানা পুলিশ আসামী গ্রেফতারে সহযোগীতা করছে।