কমলগঞ্জে কালস্রোতে চিরায়িত বঙ্গবন্ধু মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৭:১১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “ ‘কালস্রোতে চিরায়িত বঙ্গবন্ধ’ সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
আজ ১৫ আগস্ট রবিবার বেলা ২টায় সরকারি গণমহাবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ সরকারি গণমহাবদ্যিালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান, মো. হাসান।