জাতির জনকের প্রতিকৃতিতে শ্রীমঙ্গলে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ ১৫ আগস্ট রোববার সকালে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের আমন্ত্রণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়া সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মো. মামুদ আহম্মেদ, সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, নূর মোহাম্মদ সাগর, আহমেদ এহসান সুমন, শামসুল ইসলাম শামীম, সাংবাদিক মো. আব্দুস শুকুর, রুম্মান চৌধুরী প্রমুখ।