সিলেটে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ধর্ষণ, সন্ত্রাস, গুম ও হত্যাকান্ডের প্রতিবাদে মতবিনিময় ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
সিলেটে আওয়ামীলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ধর্ষণ, সন্ত্রাস, গুম ও হত্যাকান্ডের প্রতিবাদে মতবিনিময় ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার মহিলা বিভাগ। ৩ আগষ্ট সকালে নগরীর আলপাইন রেষ্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর মহিলা জামায়াতের সভানেত্রী আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও সেক্রেটারী খাদিজা বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রেীয় সভানেত্রী মুহতারামা ড. তাহসিনা ফাতেমা, সেক্রেটারী মুহতারামা মুনজিয়া, সিলেট মহানগর জামায়াত নেত্রী রহিমা সুলতানা, সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ডের ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ফারজানা বখত, সেক্রেটারী নাদিয়া ফাতেমা, প্রশিক্ষণ সম্পাদিকা ইশরাত জান্নাত, প্রচার সম্পাদিকা নাজমিন ইসলাম, পাঠাগার সম্পাদিকা তাছলিমা বেগম, মাছুমা বেগম, জনি আক্তার মনি, পারভীন বেগম, মাসুদা আক্তার, সানজিদা আক্তার, রোকশানা হোসাইন, নাছিমা চৌধুরী, রাশেদা আক্তার, রাইসা আক্তার ইমা সহ মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ধর্ষণ, সন্ত্রাস, গুম ও হত্যাকান্ড বন্ধের জোর দাবি জানান। অন্যতায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। তারা বলেন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। অনেককে বাসা-বাড়ি থেকে তোলে নিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলারা তাদের কাছে নিরাপদে নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।