স্ত্রীর চুলের খোপা কর্তনকারী স্বামী সুহেল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১ আগস্ট ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে স্ত্রীর চুলের খোপা কর্তনকারী সেই স্বামী সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
আজ ১ আগস্ট রবিবার বিকালে তাকে কদমহাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের ইয়াজ মিয়ার ছেলে সুহেল মিয়া তার স্ত্রী সুহিনী বেগমকে মারধর করার পর তার চুলের খোপা কেটে দেন। বিষয়টি যাতে জানাজানি না হয় এজন্য তাকে ঘরের ভেতর নজরবন্ধি করে রাখেন। পরে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে সুহিনীর ভাই ও স্বজনরা এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় গত ২৬ জুলাই সুহিনী বেগম বাদি হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় স্বামী সুহেল মিয়াসহ (৩৫) দুই নারীকে আসামী করা হয়। আজ রবিবার বিকালের মামলার প্রধান আসামী সুহেল মিয়াকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।