মৌলভীবাজারে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৩:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ঈদকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। পৌরসভার আয়োজনে এসব সহায়তা দেয়া হয়।
আজ ১৯ জুলাই সোমবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ শামছুল ইসলামসহ কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ২শত ১০ জন ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার দেয়া হয়েছে। প্রত্যেক ইমামকে আর্থিক সহায়তা ৩ হাজার টাকা ও মোয়াজ্জিনকে ২ হাজার টাকা দেয়া হয়। এছাড়া সবাইকে সাবান, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।
প্রধান অতিথি নেছার আহমদ এমপি বলেন, করোনাভাইরাসের আক্রমণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এ পরিস্থিতিতেও সব পেশার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। আসন্ন ঈদে নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই এবং করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতায় ইমাম-মুয়াজ্জিনদের সহযোগীতা চান তিনি।