ভারত থেকে অনুপ্রবেশকারী ২১ রোহিঙ্গা আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ার পৃথিমপাশা সীমান্ত এলাকা দিয়ে ২১ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
আজ ১৭ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এর আগে গত ২ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরনার্থী শিবির থেকে আসা ১৪ জন রোহিঙ্গা শরণার্থীকে শহরের একই এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাদের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এক ব্রিফিংয়ে বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে আইনী প্রক্রিয়ায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। তারা কোন দালাল চক্রের পাচারের শিকার কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর মডেল থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।