ভ্রাম্যমান আদালতে ১৭২ ব্যাক্তিকে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৬:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মহামারী কোভিড- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজারে একযোগে সকল উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭২ ব্যক্তিকে ১ লক্ষ ৬ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৮ জুন সোমবার মৌলভীবাজারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত একযোগে জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে ২০টি ভ্রাম্যমান আদালত বের হয়।
এ সময় আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (১) (খ) ধারামতে ১৭২ ব্যক্তিকে মোট ১ লক্ষ ৬হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি ভ্রাম্যমান আদালত জেলাব্যাপি কার্যক্রম পরিচালনা করছে। এসব পদক্ষেপ সরকারের নির্দেশনা অনুয়ায়ী অব্যাহত থাকবে। এ ব্যাপারে জেলাবাসীর সহযোগীতা চান তিনি।