কমলগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা হয়েছে।
আজ ২৮ জুন সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয়দ্বীপ পালের সভাপতিত্বে এবিএম মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, প্রাণীসম্পদ অফিসার ডা. মো. হিদায়েতুল্লাহ, মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২০-২০২১ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।