কমলগঞ্জে পুকুরে ডুবে মামা-ভাগ্নির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৫:১৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নির মৃত্যু হয়েছে। জোবায়ের আহমদ (৮) ও মিম আক্তার (৬) নামের এই শিশু দুটি কান্দিগাঁও গ্রামের জব্বার মিয়ার মেয়ে ও শ্যালক।
জানা যায়, পার্শ্ববতী একটি পুকুরে মাছ ধরা দেখে ফেরার পথে হাত-পা ধোওয়ার জন্য অন্য একটি পুকুরে নেমে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে। ততক্ষণে শিশু দুটি মারা যায়।
মৃত মিমের পিতা জব্বার মিয়া জানান, জুবায়ের আহমেদ তার শ্যালক। সে পার্শ্ববতী ভানুবিল গ্রামের পুতুল মিয়ার ছেলে। গতকাল সে বোনের বাড়ি বেড়াতে এসেছিলো। দুপুরে পানিতে ডুবে তারা মারা যায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।