শায়খুল হাদিস আল্লামা ছালিক আহমদের ইনতেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ১:৩৫ অপরাহ্ণ
সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ প্রখ্যাত শায়খুল হাদীস হযরত মাওলানা ছালিক আহমদ ইনতেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টায় লামাকাজী ইউনিয়নের ভুরকী হাবিবিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।