পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
গাড়ী ও মোটর সাইকেল চোরচক্রের ৯ সদস্যসহ ফেইসবুকে ব্ল্যাকমেইল করায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ
পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ::
আন্তঃজেলা সিএনজি ও অটোরিকশা চোরচক্রের ৫ ও মোটর সাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ফেইসবুকে বিভিন্ন নামে ভূয়া অ্যাকাউন্ট খোলে নারীদের ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এছাড়া মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে পৃথকভাবে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ২২ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এতথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, জুড়ীর জনৈক আব্দুর রহিমের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সিএনজি ও অটোরিকশা আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। এসময় তাদের তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। পুলিশ প্রথমে জুড়ীর বেলাগাঁও গ্রামের সিএনজি চোরচক্রের সক্রিয় সদস্য জাহাঙ্গীরকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের শাহপরান থানার আল আমিন (২৪), মহিবুর রহমান (৪৫) ও উসমানকে (২৭) শাহপরান থানার মেজরটিলা কুতুবের কলোনী থেকে আটক করা হয়। এছাড়া চোরচক্রের অপর সদস্য পিকআপ চালক বড়লেখার জুনেদ আহমদকে (৩৫) আটক করা হয়।
এছাড়া গত ৯ জুন শ্রীমঙ্গলের উত্তর কালাপুর এলাকা থেকে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ শাহীভাগ গ্রামের মো. শাহিন মিয়া (২৭), উত্তর কালাপুরের বাহাউদ্দিন (২৮) পশ্চিম ভাড়াউড়ার মো. লাদেন মিয়া (১৯), শ্রীমঙ্গলের উকিল বাড়ি রোড়ের সাব্বির হোসেনকে আটক করে। এসময় একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের সকলের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
ফেইসবুকে ব্ল্যাকমেইল : গ্রেফতার সুজন রায়
পুলিশ সুপার মো. জাকারিয়া আরো জানান, বড়লেখা উপজেলার তেরাকরি গ্রামের খিতেশ রায়ের ছেলে সুজন রায় (১৮) ১০/১২ টি ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার একবছর ধরে মেয়েদের ব্ল্যাকমেইল করে আসছে। প্রথমে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেয়েদের ফ্রেন্ড বানিয়ে নিতো। পরে ফেইসবুক থেকে হিন্দুধর্মাবলাম্বী মেয়েদের ছবি সংগ্রহ করতো। সংগৃহীত ছবিগুলো ‘পিকচ্যাট’ অ্যাপস ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে এই মেয়েদের নিকট পাঠিয়ে টাকা দাবি করতো। টাকা না দিলে তার বানানো অশ্লীল ছবিগুলো ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিতো।
এভাবে ব্ল্যাকমেইল করে দুটি মেয়ের কাছ থেকে সে বিকাশ নম্বরে ২০ হাজার টাকা নিয়েছে। যারা টাকা দিতে রাজি হয়নি তাদের মুখের ছবি অশ্লীল কন্টেন্টের সাথে জুড়ে দিয়ে ফেইসবুকে ছেড়ে দিতো। যারা তাকে টাকা দিতে অস্বীকার করেছে এমন ৭টি মেয়ের আইডি সে হ্যাক করেছে বলেও পুলিশের কাছে সে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুজনের ব্ল্য্যাকমেইলের শিকার কয়েকজন মেয়ে পুলিশের সেন্ট্রাল জোনের একটি অ্যাপসে অভিযোগ জানালে ঢাকা থেকে মৌলভীবাজার পুলিশ সুজনের অবস্থান জানানো হয়। পরে ডিবি পুলিশ সুজন রায়কে আটক করতে সমর্থ হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ উদ্ধারসহ পৃথকভাবে মৌলভীবাজার সদরের ১ জন ও শ্রীমঙ্গল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। শ্রীমঙ্গল থেকে আটক ১৬ জনের বিরুদ্ধে ১৩টি মামলা রুজু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কাওসার দস্তগীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।