এবার নিজের ঘরে ঘুমাবেন প্রতিবন্ধি আব্দুল জব্বার!
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২১, ৮:০০ অপরাহ্ণ
আব্দুর রহমান সোহেল, রাজনগর ::
প্রতিবন্ধি আব্দুল জব্বারের বয়স যখন দুই বছর তখন তিনি কুলাউড়ার লংলা থেকে বাবা-মায়ের সাথে রাজনগরে আসেন। ৬৭ বছর আগে রাজনগরে আসা অসহায় এই পরিবারটি একসময় আশ্রয় নিয়েছিল রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও এলাকার সরকারি খাস জমিতে। ২০১৫ সালে প্যারালাইসিসে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। চলতে পারতেন না। বছর দুয়েক আগে স্থানীয় এক বৃদ্ধের মৃত্যু হলে তার ব্যবহৃত হুইল চেয়ারটি দেয়া হয় আব্দুল জব্বারকে। ছেলের সহযোগিতায় বাজারে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যা পেতেন তা দিয়েই চলতো তার সংসার। অসুস্থ স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে তার সংসার। ছেলেরা বিয়ে করায় সংসার হয়েছে আরো বড়। তার মাথাগোঁজার স্থায়ী আশ্রয় জোটেনি। দিনমজুর ছেলেদের পক্ষেও অসম্ভব বাবার স্বপ্ন পূরণ করা।
অবশেষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর কল্যাণে নিজের একটি ঘর ভাগ্যে জুটেছে ৬৯ বছর বয়সী আব্দুল জব্বারের। ঘর পেয়ে আবেগাপ্লুত আব্দুল জব্বার বলেন, কোনোদিন ভাবিনি নিজের কোনো ঘর হবে। সরকারের সহায্যে এবার একটি পাকাঘর পেয়েছি। শুনেছি ঘরের জমিও আমার নামে করে দেয়া হবে। মরার আগে নিজের ঘরে ঘুমাতে পারব বলেই কেঁদে উঠেন।
উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের ছায়া রানী নমঃ ভিক্ষা করেই জীবনযাপন করছেন। স্বামী রমি রাম নমঃ ২৫ বছর আগে মারা যাওয়ার পর ছেলে-মেয়ে নিয়ে অসহায় হয়ে যান ছায়া রানি। স্থানীয় এক প্রবাসীর বাড়িতে জোড়াতালির ঘর করে বসবাস করছিলেন তিনি। অসচ্ছল ছেলে-মেয়েদের পক্ষে ছায়া রানির স্থায়ী আশ্রয়ের দুঃশ্চিন্তা দূর করার সামর্থ্য নেই। জীবনের শেষ সময়ে এসে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে নিজের স্থায়ী বসতঘর ঘুমানোর স্বপ্ন পূরণ হয়েছে তার। ষাটোর্ধ্ব ছায়া রানি নমঃ বলেন, ছেলে মেয়েদের আর্থিক অবস্থা ভালো নয়। তাই ভিক্ষা করে কোনোমতে দিন কাটাচ্ছি। শেষ বয়সে প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন তাতে আমি খুশি। আব্দুল জব্বার ও ছায়া রানির মত রবিবার সারাদেশের ৫৩ হাজার ৩৪০টি ঘরের সাথে রাজনগর উপজেলার অসহায় ভূমিহীন ৪২টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মাটি ভালোভাবে বসার পর আরো এই প্রকল্পের ৮টি ঘর নির্মাণ করে ৮টি পরিবারকে দেয়া হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
আজ ২০ জুন রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুলিয়ত দলিল বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, নকুল চন্দ্র দাস, নজমুল হক সেলিম, শাহ শাহিদুজ্জামান ছালিক প্রমুখ।