রাজনগরে ৪২টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২১, ৩:২১ অপরাহ্ণ
কামরান আহমদ, রাজনগর ::
’আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানের আলোকে মুজিববর্ষে রাজনগরে ২য় পর্যায়ে আরো ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর রাজনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককেই ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল রোববার (২০ জুন) সকাল ৯টায় সারাদেশের ন্যায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে এসব ঘরের কাগজপত্র দলিল নামজারীসহ ভূমিহীন পরিবারের প্রত্যেককেই ২ শতক জায়গার যাবতীয় ডকুমেন্ট ফোল্ডার আকারে হস্তান্তরের (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে মৌলভীবাজারে আরোও ৬৫৭টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার। এরমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়িতে ৮০টি, বড়লেখায় ১০৫টি, শ্রীমঙ্গলে ২০০টি, কমলগঞ্জে ১৫২টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।
রাজনগর উপজেলায় ২য় পর্যায়ে ৫০ টি ঘর উপজেলার উত্তরভাগ, মনসুরনগর, টেংরাবাজার এবং ফতেপুর ইউনিয়নে নির্মিত হচ্ছে। তার মধ্যে আগামীকাল রোববার (২০জুন) ৪২ টি ঘর হস্তান্তর করা হবে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর ২য় পর্যায়ে রাজনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৪২ জন ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে দুই শতক জমিসহ তাদের প্রত্যেককেই ইতিমধ্যে একটি করে পাকা টিনসেড ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, এছাড়া আগামীকাল রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে সারাদেশের ন্যায় রাজনগরের ৪২টি ঘরের দলিল পত্রসহ নামজারী কাগজপত্রের যাবতীয় ডকুমেন্ট ফোল্ডার আকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৩ জানুয়ারি ১ম পর্যায়ে উপজেলার ৯৮টি পরিবার ঘর পেয়েছে।