মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২১, ৪:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে গতকাল (১৪ জুন) মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের কথা মৌলভীবাজার সদরেই সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিক আন্দোলন তারা চালিয়ে যাবেন।
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ডা. সাদিক আহমদের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সৈয়দ নওশের আলী খোকন, শাহাব উদ্দিন আহমেদ, সৈয়দ শাহেদ আলী, জুবায়ের আলী আহমদ, কামরুল ইসলাম মুন্না, মো. সোহানুর রহমান, সিরাজুল হাসান ও ছালাম হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা বলেন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে তারা আন্দোলন করে আসছেন। এ দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরিত করার দাবিতে দেশে এবং প্রবাসে সেমিনার, গোল টেবিল বৈঠক, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপি গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্দনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলার চার এমপি এবং প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এই দাবির সাথে একাত্বতা পোষন করেন। কিš‘ এখন পর্যন্ত এ দাবি আলোর মুখ দেখেনি।
তারা লিখিত বক্তব্যে আরো বলেন, চলতি মাসের ৬ জুন জাতীয় সংসদের সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে গিয়ে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য ড. আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়। আমরাও তার বক্তব্যে বিস্মিত হয়েছি। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষে প্রশ্ন করা হয়, মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি কোন সিদ্ধান্তেরর কথা জানা আছে কিনা। নতুবা আগবাড়িয়ে স্থান নিয়ে বিতর্ক তৈরি করে লাভ কার হচ্ছে? এর জবাবে তারা জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি নীতিগত কোন সিদ্ধান্ত তাদের জানা নেই।