মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : :
মৌলভীবাজারে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর উদ্বোধন, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং মুজিব বর্ষের গূহ নির্মাণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুন রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, রোববার দুপুর ২টায় ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার (৭জুন) জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্ক এবং সকল উপজেলা ভূমি অফিসে তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক চালুকরণ এবং ই-নামজারী, অনলাইন পর্চার আবেদন গ্রহণ করা হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে।
মঙ্গলবার (৮ জুন) অনলাইন প্লাটফর্ম সরাসরি জেলা প্রশাসনের ফেসবুক পেজে ও জনসমাগম হয় এসব স্থানে ভুমি সেবা ডিজিটালাইজেশন সংক্রান্ত সরকারের জনবান্ধব উদ্যোগ প্রচার করা হবে।
বুধবার (৯ জুন) জেলা প্রশাসকের ভুমি অধিগ্রহণ শাখা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই কেসের ক্ষতিপূরণের চেক প্রদান এবং জেলা তথ্য অফিস থেকে সেবামূলক প্রচার প্রচারণা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০জুন) ভার্চুয়াল মাধ্যমে (জুম প্লাটফর্ম) ভুমি সেবা সংক্রান্ত সেমিনার (Key note) উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠান হবে।
এবার ভুমি সেবা সপ্তাহে অন্যান্য বিষয়ের পাশাপাশি কর জমা দানে ভোগান্তি কমাতে ইউনিয়নর থেকে জেলা পর্যায়ে অনলাইন ভূমি উন্নয়ন কর বাস্তবায়নে রেজিস্ট্রেশন জন্য জনসাধারণকে উৎসাহীত করা হচ্ছে বলে প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন।