উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন স্মরণে শ্রীমঙ্গলে নাগরিক স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০২১, ২:৩৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল নাগরিক কমিটির আয়োজনে ‘মুক্তিযুূ্দ্ধে ইসমাইল হোসেন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ মূয়ীজুর রহমান। সদস্য সচিব সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, রাজনীতিবিদ আবু শহীদ মো. আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির চানু, মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায় প্রমুখ।
অনুষ্ঠানের মূলপর্বে পর্বে আলোচনা সভায় শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম, টি স্টটাফ এসোসিয়েশন নেতা মো. জাকারিয়া আহমদ, মরহুম ইসমাইল হোসেনের ভাই আছকির মিয়া, ফোনে সংযুক্ত হন স্ত্রী নাহার বেগম ও নিউইয়র্ক থেকে ভিডিও ক্লিপের মাধ্যমে সংযুক্ত হন মরহুমের মেয়ে ফারহানা রহমান বর্না।
স্মরণসভায় প্রস্তাব করা হয়, তিনি যে সড়কে বসবাস করতেন, এখনও উনার পরিবার বসবাস করেন সেই শ্যামলী আবাসিক এলাকার সড়কটি তার নামে নামাকরণ করার।