মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০২১, ৮:১৫ অপরাহ্ণ
শহর সংবাদদাতা :
মৌলভীবাজারে একশত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ করেছে সিরাতুল মুস্তাকিম সমাজ কল্যাণ সংস্থা।
গত ৩১ মে সোমবার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সংগঠনের আহবায়ক মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সভাপতি বকশি ইকবাল আহমদ, স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চৌধুরী মুহাম্মদ মেরাজ প্রমুখ।
এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আজিজুর রহমান খান, হাফিজ অলিউর রহমান, হাফিজ আব্দুল বারী, হাফিজ রুবেল আহমদ, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ ইয়াকুব আলী, হাফিজ সৈয়দ মহিউদ্দিন ও হাফিজ নাহিদ হোসেন প্রমুখ।