বার্মিংহামের সিরাজাম মুনিরায় বিশেষ দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০২১, ৬:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বিপর্যস্ত বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় ইউকের বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারে খতমে কুরআন, ক্বাছিদায়ে বুরদা পাঠ, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে রবিবার সিরাজাম মুনিরা সেন্টারের পরিচালক আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আলহাজ হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের প্রিন্সিপাল সাইয়িদ ফাদি জুবা ইবনে আলী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব আল্লামা সায়্যিদ আমিমুল ইহসান বারকাতী (র.) এর নাতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার আজিমুল ইসলাম আমিমি ও বৃটেনে বাংলাদেশের প্রবীন ব্যক্তিত্ব লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ইউকের ট্রাস্টি আলহাজ নাসির আহমদ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন সেন্টারের পরিচালক আলহাজ মো. জসিম উদ্দিন, বিশিষ্টকমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কামরুল হাসান চুনু, মোস্তফা কামাল বাবলু, আলহাজ আব্দুল মালিক পারভেজ, মো. খছরু খান, আনজুমানে আল ইসলাহ বার্মিংহামের প্রেসিডেন্ট মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দী, হাফিজ মো. করিমুল ইসলাম, আলহাজ মো. আবুল মালিক, সৈয়দ তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর মিয়া, মো. আব্দুল হালিম, হাজী মো. আপ্তাব, হাজী মো. ইশফাক, হাজী মো. রানা মিয়া চৌধুরী, সৈয়দ সাহিদ লিপন, ইমাম ক্বারী আহমদ আলী, মো. গোলাম কিবরিয়া, মো. গোলাম মাহফুজ প্রমুখ।