নানা আয়োজনে সৈয়দ আবু জাফর আহমদর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ২:০০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।
শনিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির কার্যালয়ে স্থাপিত প্রয়াত কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটি, বাম গণতান্ত্রিক জোট, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উত্তরণ খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের উপদেষ্টা সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, সলিল শেখর দত্ত, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোয়ার আল মাহমুদ রুহি, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের
সভাপতি পিনাক দেব।
উল্লেখ্য, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ ২০১৯ সালের ২৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।