জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ
জুড়ী উপজেলা সদরের চৌমোহনা এলাকার একটি দাহ্য পদার্থের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৬ মে) রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, জুুুুড়ী উপজেলা সদরের চৌমোহনা এলাকার করিম আলী নামের এক ব্যক্তি বস্তা, প্লাস্টিক মালামালের সাথে পেট্রোল, ডিজেল ও এলপিজে গ্যাস সিলিন্ডার বিক্রি করতেন। এ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এরপর এ দোকানের পাশে আর এন্টারপ্রাইজের আরও দ’ুটি দোকানসহ ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় নিকটবর্তী দু’টি আবাসিক বহুতল ভবনের তিন ও চার তলায় ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের লোকেরা দ্রুত আবাসিক ভবনে থাকা মানুষদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। দোকানপাটসহ বহুতল ভবনের ১০টি ইউনিটের মালামাল, দরজা, জানালা ও বিল্ডিং পুড়ে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আর এন এন্টারপ্রাইজের একটি দোকানে থাকা অকটেন, পেট্রোল ও এলপিজে গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় আগুনের শিখা লাফিয়ে ওঠে। একই সাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপনে কুলাউড়া, বড়লেখা ও রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট কাজ করে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, একটি দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তিনি আরও জানান, কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।