দেশে করোনা সংক্রমণের শীর্ষে মৌলভীবাজার, পাঁচে সিলেট
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল ২০২১, ২:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
দেশে করোনাভাইরাসের সংক্রমণের শীর্ষে রয়েছে মৌলভীবাজার জেলা। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ রয়েছে। সে তালিকায় সবার ওপরে রয়েছে মৌলভীবাজার জেলা। আর পঞ্চম স্থানে রয়েছে সিলেট জেলা।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে,সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে মুন্সীগঞ্জ, তৃতীয় চট্টগ্রাম, চতুর্থ ঢাকা ও পঞ্চম অবস্থানে রয়েছে সিলেট।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ রয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের পরীক্ষার ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
জেলাগুলো যথাক্রমে হলো ১. মৌলভীবাজার, ২. মুন্সীগঞ্জ, ৩. চট্টগ্রাম, ৪. ঢাকা, ৫. সিলেট, ৬. নরসিংদী, ৭. খুলনা, ৮. নারায়ণগঞ্জ, ৯. রাজবাড়ী, ১০. ফেনী, ১১. নোয়াখালী, ১২. চাঁদপুর, ১৩. শরীয়তপুর, ১৪. লক্ষ্মীপুর, ১৫. কুমিল্লা, ১৬. বরিশাল, ১৭. রাজশাহী, ১৮. বগুড়া, ১৯, নড়াইল, ২০. নীলফামারী, ২১. গাজীপুর, ২২. ফরিদপুর, ২৩. ব্রাহ্মণবাড়িয়া, ২৪. যশোর, ২৫. মাদারীপুর, ২৬. নওগাঁ, ২৭. রংপুর, ২৮. কিশোরগঞ্জ, ২৯. নাটোর, ৩০. টাঙ্গাইল ও ৩১. কক্সবাজার।
সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ আরও বলেন, ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ, সে জায়গায় মৌলভীবাজারে ২২ দশমিক ২০ শতাংশ। গত ১১ মার্চ থেকে আজ ৩১ মার্চ পর্যন্ত ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৯২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মারা গেছেন ২ জন।
সিভিল সার্জন বলেন, মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা। তাছাড়া মানুষ স্বেচ্ছায় করোনা টেস্ট করতে চান না। হাসপাতালে যারাই আসছেন এবং উপসর্গ দেখা যাচ্ছে তাদের করেনা পরীক্ষা করতে বলা হচ্ছে। অনেকে আবার নমুনা না দিয়েই চলে যান।
তিনি বলেন, সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। একই সাথে করোনার টিকা নিতে হবে।
সারাদেশের মতো মৌলভীবাজারে করোনা সংক্রমণ বাড়ছে। শুধু সংক্রমণ নয়, গত এক সপ্তাহে এই জেলার দুইজন বাসিন্দা সংক্রমিত হয়ে মারাও গেছেন বলে জানান সিভিল সার্জন।