মসজিদে ইবাদতরত অবস্থায় হামলা, ২৫ থেকে ৩০ জন নারী পুরুষ আহত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২১, ৬:২৫ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আহমদীয়া সম্প্রদায়ের মসজিদে ২৯ মার্চ অতর্কিত হামলা ও ভাঙচুর করেছে সুন্নী স¤প্রদায়ের লোকেরা। এ হামলায় আহমদীয়া সম্প্রদায়ের ২০/৩০ জন লোক আহত হয়েছেন। হামলাকারীরা আজাদের বাজারের আহমদীয়া ধর্মের মালিকানাধীন কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আজাদের বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাসুদ বিল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মোয়াজ্জিন নিহতের ঘটনায় উনার বড় ভাই মোঃ এলখাছ বিল্লাহ বাদী হয়ে আহমদীয়া স¤প্রদায়ের অনুসারীদের উপর একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায় তমতমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা ধারণা করছেন এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এলাকায় দীর্ঘ দিন যাবত আহমদীয়া সম্প্রদায় ও ছুন্নি সম্প্রদায়ের মধ্যে আকিদাগত দ্ব›দ্ব লেগে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ শবেবরাতের রাতে আহমদীয়া সম্প্রদায়ের লোকেরা ইবাদত করার জন্য তাদের মসজিদে জলসার আয়োজন করে। পাশাপাশি বাজারের পার্শ্ববর্তী মাঠে ছুন্নী সম্প্রদায়ের লোকেরা বিশাল ছুন্নি সম্মেলনের আয়োজন করে। আহমদীয়া সম্প্রদায়ের জলসার কথা ছুন্নি সম্প্রদায়ের নেতাদের কাছে পৌঁছা মাত্রই তারা সংঙ্গবদ্ধ হয়ে আহমদীয়া সম্প্রদায়ের জলশায় অতর্কিত হামলা চালায়। এসময় আহমদীয়া সম্প্রদায়ের লোকেদের চিৎকার শুনে আশপাশের হিন্দু বাড়ির লোকেরা এসে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আহমদীয়া সম্প্রদায়ের নেতাকর্মীদের উপর একটি হত্যা মামলা দায়ের করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও আলমগীর সহ আরও ৫জনকে গ্রেফতার করে।
এবিষয়ে আজাদের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাসিম বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন যাবত ধর্মীয় বিষয় নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে। তদন্ত করে সুষ্ট বিচারের দাবি করছি।
রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন যাবত দ্ব›দ্ব চলে আসছে। বহুবার উদ্যোগ নিয়েও সমাধান করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।