মৌলভীবাজারে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২১, ৩:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২০-২০২১) বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ ২৪ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অংশগ্রহণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন নেছার আহমদ এমপি।
এ সময় তিনি বলেন, মেধা সম্পন্ন জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। সুস্থ জনগনের জন্য পুষ্টির বিকল্প নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুষ্টির গুরুত্ব অনুধাবন করে জাতীয় পুষ্টি কমিটি গঠন করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুষ্টি উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পুষ্টি কমিটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিসহ অপুষ্টি দূর করে পুষ্টি উন্নয়নে কার্যক্রম চলছে।
জেলা পুষ্টি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং এনজিও সংগঠন সূচনার টেকনিক্যাল সাপোর্টে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জাতীয় পুষ্টি কমিটির পরিচালক ডা. জোবায়দা নাসরিন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, সাংবাদিক প্রতিনিধি, পুষ্টি কমিটির সদস্য ও সুচনার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।