করোনায় মৃত্যুবরণকারী ১৫ পরিবারকে আর্থিক অনুদান
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে করোনায় মৃত্যুবরণকারী ১৫ পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ২৩ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত ১৫ পরিবারের সদস্যদের ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলামহ করোনয় ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।