শ্রীমঙ্গলে ট্রাফিক পুলিশদের নিসচার সেফটি জ্যাকেট উপহার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২১, ২:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়ের পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের মাঝে ২৫ টি সেফটি জ্যাকেট উপহার প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও গোলাম রহমান মামুনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, ট্রাফিক বিভাগ শ্রীমঙ্গল জোনের ইন্সপেক্টর (টি.আই) অমিতাভ শেখর চৌধুরী, শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, (নিসচা) শ্রীমঙ্গল শাখার সহ-সভাপতি সঞ্জয় রায়, প্রচার সম্পাদক মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক দুলু মিয়া প্রমুখ।