মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে সূচনার কিশোরী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২১, ৬:২১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস, বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবসে মৌলভীবাজার সদরে কিশোরী সমাবেশ করা হয়েছে।
আজ ১৭মার্চ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কিশোরীদের অংশগ্রহণে পিয়ার লিডারদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সূচনা কার্যক্রম এর প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহাদত হোসেনের সভাপতিত্বে কিশোরী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।
সূচনা কর্মসুচির সদর উপজেলা গভর্মেন্স কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় বর্নাঢ্য পিয়ার লিডার কিশোরী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সদর সুনজিত কুমার চন্দ, সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান, রেজাউর রহমান চৌধুরী রেজা সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূচনা কর্মসূচির সদর উপজেলার সিনিয়র নিউট্রেশন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরী পূজা রায়, নাসিমা বেগম প্রমুখ। সূচনা কর্মসুচির অধীনে দিনব্যাপি নাচ-গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।