মৌলভীবাজার মেয়র চত্বরে ফুলের চারা লাগানো কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২১, ৫:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার মেয়র চত্বরে পুষ্পায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আজ ১৫ মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসক ও মেয়র ফজলুর রহমান দুটি ফুল গাছের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, সাংবাদিক হাসানাত কামাল, সালাহ উদ্দিন ইবনে শিহাব, হোসাইন আহমদ, কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথী পাল, সৈয়দ সেলিম হক, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাজমা বেগম, জিম্মি আক্তারসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার মেয়র চত্বরে পুষ্পয়নের পাশাপাশি এখানে একটি বঙ্গবন্ধু মঞ্চ নির্মাণের ঘোষণা দেন। এ মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার আঙ্গিকে মঞ্চ সাজানে হবে। মেয়র ফজলুর রহমান বলেন এ চত্বরকে পুষ্পায়ন করার জন্য মেয়র চত্বরের চটপটির দোকান সরিয়ে দেওয়া হয়েছে। এখন ফুলে ফুলে ভরে ওঠবে মেয়র চত্বর।