কুরআনে যা আছে তা আমাদের সর্বান্তকরণে বিশ্বাস করতে হবে- নেছার আহমদ, এম.পি
মি’রাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্টত্বের প্রমাণ- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২১, ৩:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, মিরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্টত্বের প্রমাণ। আল্লাহ তায়ালা তাঁর নবীকে মক্কা মুকাররামা থেকে বায়তুল আকসা এবং সেখান থেকে উর্ধ্বজগতে স্বশরীরে ভ্রমণ করিয়ে বিভিন্ন নিদর্শনাবলী দেখিয়ে সকল নবীদেরকে একত্রিত করে তাঁর ইমামতিতে নামাজ আদায় করিয়ে তাঁকে সম্মানিত করেছেন। উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ট উপঢৌকন নামাজ প্রদান করেছেন। মি’রাজের আলোচনার মাধ্যমে আমরা নবীর মর্যাদা সম্পর্কে অবগত হতে পারি। ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হতে পারি।
ব্যক্তিগত জীবনে আমরা নানা কর্মব্যস্থতায় থাকলেও ইসলামের ব্যাপারে আমরা সবাই এক। এ সকল দ্বীনি মাহফিল তারই প্রমাণ।
আজ ১৩ মার্চ ২০২১ খ্রি. শনিবার মৌলভীবাজার পৌরসভা সম্মেলন কক্ষে দি-স্টার কে.জি অ্যান্ড জুনিয়র হাই স্কুল কর্তৃক মিরাজুন্নবী (সা.) এক বিষ্ময়কর মু’জিযা শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মো. শফিকুল আলম এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ, এম.পি বলেন, কুরআনে যা আছে নবী যা বলেছেন তা সর্বান্তকরণে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ মো. ফজলুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলীম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দীন, মাওলানা মুফতি রুহুল আমীন, সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ¦ এখলাছুর রহমান, সাইফুর রহমান সুমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক রাজন আহমদ, কনফিডেন্ট কে.জি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউ.কের শিক্ষক হাফিজ দেলওয়ার হাসান সুমন, জেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক হাফিজ জামাল আহমদ, সদর উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো: আলী রাব্বী রতন, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মো: মামুনুর রশিদ, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাছির খান, সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি সৈয়দ ফারাবী, জাহাঙ্গীর আহমদ, অত্র স্কুলের শিক্ষক মো: হাবিবুল বাশার সুমন, আনিসুর রহমান রনি প্রমুখ।