প্রকাশিত হয়েছে : ৪ মার্চ ২০২১, ৫:০০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের শতবর্ষী বিদ্যাপিট রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা মো. আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন বখত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সম্পাদক আব্দুর রহমান সোহেল, সিনিয়র শিক্ষক সুব্রত কুমার সোম, মো. জমির আলী, শংকর দুলাল দেব, ম্যানেজিং কমিটির সদস্য নিহার কান্তি আচার্য্য, মো. মুক্তার খান, হারুনুর রশিদ, সালামত খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, শিক্ষক মামুনুর রশিদ, শাওন মজুমদার প্রমুখ ।