ব্যাংকার হত্যার প্রতিবাদে ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
অগ্রণী ব্যাংকের সিলেট হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার মো. শেখ মওদুদ আহমদকে পিঠিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশন।
আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মৌলভীাবাজার চৌমোহনী পয়েন্টে সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক মৌলভীবাজার কর্পোরেট শাখার এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম, ইউসিবিএল ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিয়াবুল আলম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাইফুল আলম ও খালেদ হোসেন ফরহাদ সহ বিভিন্ন ব্যাংকের শাখা প্রধান ও ব্যাংক কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, মওদুদ হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলনে নামবে ব্যাংকাররা। আগামীতে যাতে এ ধরনের নৃসংশ হত্যাকান্ড না ঘটে এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
উল্লেখ্য, গত শনিবার খুন হন শেখ মওদুদ আহমদ।