মৌলভীবাজারে শহিদ দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে শহিদ মিনার
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলে ফুলে ভরে উঠেছে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজারো মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা জানান জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও বিশিষ্টজনেরা।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া ও পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এছাড়াও সদর উপজেলা পরিষদ, জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সিভিল সার্জনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক শ্রদ্ধা জানান।
এদিকে জেলার রাজনগর উপজেলায়ও যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে শহিদ দিবস পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা চেয়ারম্যান শাহাজান খান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রমুখ।