কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ৩:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের কুদালীছড়া খালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে কুদালিছড়া পুলে মন্ত্রী এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় তিনি বলেন, এই সরকার সুষমে উন্নয়নে বিশ্বাসী। মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবি আমাদের জানা আছে। প্রধানমন্ত্রী ও বিষয়টি জানেন। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
পরে মন্ত্রী মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী প্রেসক্লাবের ভবন সংকটের বিষয়টি উপলব্ধি করে বলেন, যেহেতু প্রেসক্লাবের নিজস্ব জায়গা আছে সেখানে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।
আগের দিন রাতে মৌলভীবাজার শহর ও শহরতলীর দুইটি খেয়াঘাট পরিদর্শন করেন মন্ত্রী। এসময় মনু নদীর দুই পাড়ের বাসিন্ধারা ‘টাউন বাইপাস সেতু’ নির্মাণের দাবি জানান। সেই প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ, আমরা এটা বিবেচনায় রাখবো।
মৌলভীবাজার পৌরসভার সূত্রে জানা যায়, কুদালীছড়া খালের উৎপত্তি মৌলভীবাজারের পাহাড় বর্ষীজোড়া এলাকায়। হাইল হাওর পর্যন্ত এর দৈর্ঘ্য। ২১.৫৮ কিলোমিটার। মৌলভীবাজার পৌর এলাকায় পড়েছে ৩.৯০ কিলোমিটার অংশ। কুদালীছড়ার উন্নয়ন কাজের জন্য ২.৬০ কিলোমিটার অংশ টেন্ডারের আওতায় আনা হয়েছে। এই কাজের ৫টি প্যাকেজ রয়েছে। প্রকল্পটির মোট চুক্তি মূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৮৯ হাজার ৭২৯ টাকা।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর এই প্রকল্পটির পরিচালক আছেন কাজী মিজানুর রহমান। তিনি বলেন, মৌলভীবাজার বাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাকে নিরসনে কথা মাথায় রেখে প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে। এই প্রকল্পের কুদালীছড়ার গাইড ওয়াল নির্মাণ, লাইটিং, ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন কাজ রয়েছে। এই শুষ্ক মৌসুমে কাজ শেষ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।