ভয়েজ অব মৌলভীবাজার এর সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
ভয়েজ অব মৌলভীবাজার এর সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান রোডস্থ কায়রান রেস্টুরেন্টে সংগঠনের এক আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
ভয়েজ অব মৌলভীবাজার এর আহবায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব বকশী মিছবাহ-উর-রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক আব্দুর রকিব সাবু ও আনোয়ার হোসেন দুলাল, সদস্য অজয় সেন, নিলিমেষ ঘোষ বুলু, সৈয়দ মোকাম্মিল আলী, মনসুর আলম চৌধুরী (টিপু), ফাতেমা জহুরা বিউটি, সৈয়দ ছায়েদ আহমদ, নিখিল তালুকদার, জুয়েল আহমদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের যুগ্ম আহব্বায়ক আব্দুর রকিব সাবুকে আহবায়ক ও নিলিমেষ ঘোষ বুলুকে সদস্য সচিব, আনোয়ার হোসেন দুলাল, মিলাদ তালুকদার, সৈয়দ মোকাম্মিল আলী, সৈয়দ ছায়েদ আহমদ, নিখিল তালুকদার, জুয়েল আহমদ ও আব্দুল কাইয়ুমকে সদস্য করে ৯সদস্য বিশিষ্ট সম্মেলন প্র¯ু‘তি কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী মার্চ এর ভিতর সম্মেলন করে পুর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।