শ্রমিক ইউনিয়নের সভায় দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৩:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার রিক্সা শ্রমিক ইউনিয়নের সভায় দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ, গ্যাস ও বিদ্যুৎ বিল কমানো ও রেশনিং ব্যবস্থা চালুসহ রিক্সা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের কোট রোডস্থ চাঁদনীঘাট এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানান নেতৃবৃন্দরা।
মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক।
বিশেষ অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা মো. জসিম মিয়া, গিয়াস মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ নয় অথচ চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস বিলসহ সকল পণ্যদ্রব্যের দাম বাড়লেও রিক্সা শ্রমিকদের মতো দিনমজুরদের আয় বাড়ছে না। করোনার অজুহাতে বিভিন্ন সেক্টরে শ্রমিকরা বেকার হয়েছেন। ফলে এসব শ্রমিক পরিবার সমুহে অভাব-অনটন ও দুঃখ-কষ্টের শেষ নেই। তাই দ্রব্যমূল্যের দাম, গ্যাস ও বিদ্যুৎ বিলের দাম কমানো।