টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি বারিক আর নেই
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি, কমলগঞ্জের ভাষা সৈনিক, শ্রমিক নেতা প্রয়াত মফিজ আলীর ছোট ভাই মো. বারিক আলী (৮২) অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মৃতবরন করছেন। শুক্রবার রাত ১০টায় শমশেরনগরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শনিবার দুপুরা ২টার দিকে উপজেলার ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ গভীর শোক প্রাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।