কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেইন লাইনচ্যুত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।
ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেইনের পিছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্মীরা কাজ করছেন। তিনি বলেন, আশা করা যায় সন্ধ্যা ৭টার দিকে স্বাভাবিক হতে পারে।
ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় বারবার রেল দুর্ঘটনা ঘটছে। তারপরেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।
তিনি বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আশা করি সন্ধ্যা ৬টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।