সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের দাবি
রাজনগরে শাহজান খানের নেতৃত্বে মিছিলে হামলা করা হয়
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
গত ১১ ফেব্রুয়ারি রাজনগর আওয়ামী লীগের মিছিলে হামলা চালানো হয়েছে রাজাকার আব্দুল মছব্বিরের পুত্রের নির্দেশে উপজেলা চেয়ারম্যান শাহজান খাঁনের নেতৃত্বে। রাজনগর উপজেলা আ’লীগের রাজনৈতিক কার্যক্রম ও অগ্রগতি বাঁধাগ্রস্ত করার জন্যই এটি করা হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেছে রাজনগর উপজেলা আ’লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ মো. মিছবাহুদ্দোজা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ইউপি চেয়ারম্যান শামসুন নূর আজাদ (পাঁচগাও), নাজমুল হক সেলিম (কামারচাক), শাহ শাহিদুজ্জামান ছালিক (উত্তরভাগ), নকুল চন্দ্র দাস (ফতেপুর), ছালেক মিয়া (মুন্সিবাজার), উপজেলা যুবলীগ সভাপতি ময়নুল ইসলাম খাঁন, ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ ছাড়াও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১৬ ফেব্রুয়ারি রাজনগর উপজেলায় এক সমাবেশের আয়োজন করছে রাজনগর উপজেলা আ’লীগ। এটি করা হচ্ছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে। এই সমাবেশকে সফল করতে চলছে সাংগঠনিক নানা আয়োজন। কিন্তু এই সমাবেশ পন্ডু করতে জামাত-বিএনপির মদদপুষ্ট রাজনগর উপজেলা চেয়ারম্যান নানা ষড়যন্ত্র ও পাঁয়তারা শুরু করেছেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয় আগামী ১৬ ফেব্রুয়ারির সমাবেশকে সফল করতে গত ১১ ফেব্রুয়ারি আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনকে নিয়ে মিছিল বের করা হয়। সেদিন রাজনগরের রাজাকার আব্দুল মছব্বিরের ছেলে জিল্লুর রহমানের নির্দেশে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের নেতৃত্বে অস্ত্রেশস্ত্রে সজ্জিত বিএনপি-জামাত সন্ত্রাসীরা এই মিছিলে হামলা করে। এতে উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ অনেক নেতাকর্মী আহত হন।
উপজেলা সভাপতি মিছবাহুদ্দোজা তার লিখিত বক্তব্যে আরো বলেন, শাহজাহান খাঁন বিগত উপজেলা নির্বাচনে বিএনপি-জামাত মদদপুষ্ট প্রার্থী হয়ে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। এখন তিনি আওয়ামী লীগের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নানা যড়যন্ত্র করছেন। তার এই অপচেষ্টার অংশ হিসাবেই গত ১১ ফেব্রুয়ারি মিছিলে হামলা করা হয়। এছাড়াও তার অভিযোগ রাজনগর উপজেলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম রাজাকারপুত্র জিল্লুর রহমান নিজের নামে প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন। এদিকে রাজনগর থানা সূত্রে জানা গেছে ১১ তারিখের ঘটনায় দু’পক্ষর দুটি পৃথক মামলা দায়ের করেছে।
রাজনগর আ’লীগের সংবাদ সম্মেলনে অভিযোগ প্রসঙ্গে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজান খাঁন জানান, মূলত আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আ’লীগ পরিবারের সন্তান। আমি ছাত্রলীগ করে উঠে আসা মানুষ। আমি আ’লীগের বিরুদ্ধে কোন কাজ করতে পারি না।